পর্যটন ডেস্ক, কমিউনিটি নিউজ: কেউ বলেন পাহাড়ের রাণী। কেউ বা বলেন বাংলার দার্জিলিং। নাম তার চিম্বুকের পাহাড়। মনোরম আর মন ভুলিয়ে দেয়া চিম্বুকের পাহাড় ঘুরে আসতে পারেন খুব সহজেই। যেভাবে পাহাড়ের রাণী চিম্বুক পাহাড় ঘুরতে যাবেন তার বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
প্রিয় ভ্রমণ পিপাসু আপনারা হয়তো অনেকেই জানেন চিম্বুকের পরিচিত অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। দূরত্ব: বান্দরবন জেলা শহর হতে ২৬ কিলোমিটার উচ্চতায় অবস্থিত পাহাড়টি দর্শনে মন ভরে যাবে আপনার। এর এ পাহাড়ের সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা দেড় হাজার ফুট।
যেভাবে যাবেন দৃষ্টিনন্দিত পাহাড়টিতে: দেশের যে কোনো স্থান থেকেই চিম্বুক পাহাড়ে চলে আসা যাবে। এই পাহাড় দর্শন করতে হলে প্রথমে যেতে হবে বান্দরবান।
বান্দরবান এ আসার অনেকগুলো গাড়ি পাওয়া যাবে ঢাকা থেকে সরাসরি। শ্যামলী, স্পেশাল ইউনিক, সেন্টমার্টিন পরিবহন, হানিফসহ বিভিন্ন বাস আসে। বাস ভেদে ভাড়া বিভিন্ন ভাড়া হতে পারে। সর্বোচ্চ এসিতে ১২০০ টাকার বেশি লাগবে না। আর নন এসিতে ৬০০ টাকার বেশি লাগবে না। রাতে রওনা হলে সকাল সাতটার দিকে বান্দরবান পৌঁছানো যাবে।
আরও পড়ুন: ঘরে বসেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল বুকিং
এছাড়া চট্টগ্রামের বদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাসে আসা যায়। দেড় ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে। এরপর বান্দরবন থেকে চাঁন্দের গাড়ি অথবা জিপ অথবা মাইক্রোবাস অথবা পাবলিক বাস যোগে যাওয়া যাবে চিম্বুক পাহাড়ে। চাঁন্দের গাড়িতে ভাড়া পরবে আড়াই হাজার টাকা টাকা।
যেসব সুবিধা পাওয়া যাবে: জেলা প্রশাসনের তত্ত্বাবধানের চিম্বুক রেস্ট হাউজে রাত্রি যাপনের সু ব্যবস্থার য়েছে। এখানে দুটি ভিআইপি রুম ও একাধিক সাধারণ রুম রয়েছে। এর বাইরেও আরও থাকার সু ব্যবস্থা আছে।
বুকিং দিতে যোগাযোগ করতে হবে 01714230354, 01712718051, 01558679688 মোবাইল নম্বরে।
যেভাবে পাহাড়ের রাণী চিম্বুক পাহাড় ঘুরতে যাবেন শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ পযটন কর্পোরেশন ও নিজস্ব প্রতিবেদক তৈরি করেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের প্রশ্ন করতে পারেন।