সারাদেশ ডেস্ক, কমিউনিটি নিউজ: সারাদেশে শীতে বিপর্যস্ত জনজনীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঢাকা পড়েছে চারপাশ। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে।
শনিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কোথাও আবার গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ধীরগতিতে চলছে যানবাহন। শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরী চলাচলও বন্ধ আছে। মাঝ নদীতে নোঙর অবস্থায় আছে একটি ফেরি। উভয় পাড়ে আটকে আছে কয়েকশত যানবাহন।
এতে করে ভোগান্তীতে পড়েছে যাত্রী আর চালকেরা। একে তো তীব্র শীত অপরদিকে যানজটে আটকে থেকে এ দুর্ভোগ আরো বাড়ছে।