28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

রাজধানীর খালে ২০ হাজার টন বর্জ্য

জাতীয় ডেস্ক,কমিউনিটি নিউজ: ঢাকাকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ক্র্যাস প্রোগ্রাম চলছে। প্রোগ্রামের আওতায় পরিচালিত তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কার কার্যক্রম এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে গত ১০ দিনে জিরানি খাল থেকে ২০ হাজার টন বর্জ্য ও মাটি উত্তোলন করা হয়েছে। ৭ জানুয়ারি হতে শুরু হওয়া এই কার্যক্রম প্রতিদিন চলমান রয়েছে। এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে ডিএসসিসি।

চলতি মাসের ৭ কর্মদিবসে সেগুনবাগিচা ও পান্থপথ কালভার্ট হতে ৬৪৯.৯৫ টন বর্জ্য অপসারণ হয়েছে। গত ১০ তারিখে সেগুনবাগিচা কালভার্ট হতে ৯ ট্রিপে ৬৫.৫১ টন । ১১ তারিখে পান্থপথ ও সেগুনবাগিচার বক্স কালভার্ট হতে ১৩ ট্রিপে ১১৬.৬৯ টন । ১২ তারিখে পান্থপথ ও সেগুনবাগিচা বক্স কালভার্ট হতে ১৪ ট্রিপে ১০৭.৭৫ টন।

গত ১৩ তারিখে পান্থপথ ও সেগুনবাগিচা বক্স কালভার্ট হতে ১৪ ট্রিপে ১২০.১৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গত ১৪ তারিখে সাকরাইন উৎসবের জন্য বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ ছিল।

আজ নগরীর মান্ডা খালের সীমানাতে থাকা এবং টিটি পাড়ায় ওয়াসা পাম্প হাউজের সীমানা ঘেঁষে গড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান টিটি পাড়ায় ওয়াসা পাম্প হাউজের সীমানা ঘেঁঁষে গড়ে ওঠা পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেন।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ বদরুল আমিন জানান, জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল হতে আমাদের বর্জ্য উত্তোলন ও চ্যানেল পরিষ্কার কার্যক্রম চলমান আছে। সাথে পান্থপথ ও সেগুনবাগিচাতেও আমাদের বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান আছে।

আরও সংবাদ

এবার নাটোরে শিয়াল আতঙ্কে গ্রামবাসী

কমিউনিটি নিউজ

অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা

কমিউনিটি নিউজ

মহাদেবপুরে স্বাস্থ্যসেবার নামে রমরমা ব্যবসা

কমিউনিটি নিউজ

মহাদেবপুরে ভাড়া নিয়ে মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ

কমিউনিটি নিউজ

ঢাকায় নিম্ন আয়ের বস্তিবাসীরা বায়ু দূষণসহ নানা ঝুঁকির মুখে

কমিউনিটি নিউজ

প্রি-পেইড মিটার বন্ধে আন্দোলনে নামছেন রাজশাহীবাসী

কমিউনিটি নিউজ