ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ: ঘণ কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রী নিয়ে ছোট বড় মিলে ৬টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে আছে।
রোববার (১৭ জানুয়ারি) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। একসময় নিকটতম বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এদিকে রাত থেকে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়ছে। ঘরে বা কর্মস্থলে ফেরা মানুষদের দুর্ভোগ বাড়ছে।
ঘণ কুয়াশা নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে ফেরি সেক্টরের দায়িত্বশীল এই কর্মকর্তা জানান। তিনি বলেন, সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলোকে পারাপার করা হবে।