25 C
Dhaka
ফেব্রুয়ারি ৮, ২০২৩

ট্রাকচাপায় প্রাণ গেলো মায়ের, বেঁচে গেল কোলে থাকা শিশু

ডেস্ক প্রতিবেদন, কমিউনিটি নিউজ: যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছেন নুর নাহার (২০)। তবে এ সময় মায়ের কোলে থেকেও বেঁচে যায় তার আট মাসের শিশু কন্যা হাফিজা। শুক্রবার (২৫ ডিসেম্বর, ২০২০) দুপুর ২টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, উপজেলার সলুয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে নুর নাহার সম্প্রতি বাবার বাড়ি বেড়াতে যান। শুক্রবার দুপুরে স্বামী হাফিজুর রহমানের সাথে কোলে শিশু হাফিজাকে নিয়ে মোটরসাইকেল যোগে স্বামীর বাড়ি উপজেলার চাঁদপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হন।

পথিমধ্যে কয়ারপাড়া বাজার সংলগ্ন চাতালের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ইট ভাটার ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নুর নাহার। আহত হন তার স্বামী হাফিজুর রহমান। তবে সম্পূর্ণ অক্ষত থাকে শিশু হাফিজা খাতুন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, একটি বেপারেয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই মৃতুর ঘটনা ঘটেছে। মরদেহের সুরোতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।

ট্রাকচাপায় প্রাণ গেলো মায়ের, বেঁচে গেল কোলে থাকা শিশু শিরোনামে সংবাদের তথ্য কালের কন্ঠ থেকে সংগ্রহ করা হয়েছে।

কমিউনিটি / এমবি

আরও সংবাদ

এবার নাটোরে শিয়াল আতঙ্কে গ্রামবাসী

কমিউনিটি নিউজ

অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা

কমিউনিটি নিউজ

মহাদেবপুরে স্বাস্থ্যসেবার নামে রমরমা ব্যবসা

কমিউনিটি নিউজ

মহাদেবপুরে ভাড়া নিয়ে মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ

কমিউনিটি নিউজ

ঢাকায় নিম্ন আয়ের বস্তিবাসীরা বায়ু দূষণসহ নানা ঝুঁকির মুখে

কমিউনিটি নিউজ

প্রি-পেইড মিটার বন্ধে আন্দোলনে নামছেন রাজশাহীবাসী

কমিউনিটি নিউজ