21 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক, কমিউনিটি নিউজ:

ফোন ব্যবহার করছেন। হুট করে বিরক্ত অনুভব হওয়ার কারণ হলো বিজ্ঞাপন। এটা হতে পারে কোম্পানির, বা কোনো অনলাইন শপের। আবার হতে পারে খাবারদাবারের। এগুলো আসার পর বিরক্ত হয়ে যাওয়া স্বাভাবিক। এগুলো বন্ধ করার কোনও উপায় কি নেই, বিভিন্ন ব্র্যান্ডের ফোনে ভিন্ন ভিন্নভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করার উপায় রয়েছে। ফোনে থাকা সেটিংস অথবা কিছু অ্যাপসের মাধ্যমে সেই সেটিংস অ্যাপ্লাই করলে এ বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোন থেকে বিজ্ঞাপন বন্ধ করার সাধারণ কিছু নিয়ম রয়েছে-

প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখানে গিয়ে ‘গুগল’বের করতে হবে।‘গুগলে’ এ যেয়ে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন আসবে। সেটি অন করতে হবে।

এখন ‘ইউর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনকে রিসেট করতে হবে। রিসেট হলে ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এ আইডির ক্ষেত্রে এটুকু করতে হবে। এতে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি মিলবে।

এছাড়াও স্মাটফোনের ব্রাউজার থেকে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এর জন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে যেতে হবে। ভেতরে যেয়ে আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে যাবেন। এখানে যাওয়ার পরে এ সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করুন।

সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামক অপশনে। সেখানে যাওয়ার পরে আপনাকে ‘অ্যাডস’ অপশনের ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’। এই ‘অন’টাকে আপনার ‘অফ’ করতে হবে। উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যান সেটিংসে। সেখানে যাওয়ার পরে নিচের ‘সাইড সেটিংস’ নামে একটি অপশান দেখা যাবে। এটিতে যাবার পরে ‘কুকিজ’এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।

আরও সংবাদ

টুইটারের কর্মী ছাঁটাই ৮০ শতাংশ!

কমিউনিটি নিউজ

একজনের এনআইডি দিয়ে অজান্তে নিবন্ধিত সিম বাদ দিতে শর্ত

কমিউনিটি নিউজ

গেমিংয়ে ‘স্পিড মাস্টার’ ইনফিনিক্স ‘নোট ১২ জি৯৬’

কমিউনিটি নিউজ

আসছে নতুন ডেটা প্যাকেজ

কমিউনিটি নিউজ

‘অ্যাপলিংক’ নামে অ্যাপস্টোর আনছে বাংলালিংক

কমিউনিটি নিউজ

কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কার দেবে ইনস্টাগ্রাম

কমিউনিটি নিউজ