22 C
Dhaka
ফেব্রুয়ারি ২, ২০২৩

ব্র্যাকে চাকরির সুযোগ

কমিউনিটিনিউজ ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগের নাম: টেকনিক্যাল সাপোর্ট, এইচএনপিপি

পদের নাম: অফিসার

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অভিজ্ঞতা: ০১ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৪ মে ২০২১

পুঁজিবাজারে মূল্য সংশোধন

কমিউনিটিনিউজ ডেস্ক: টানা নয় কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।  সোমবার (২৬ এপ্রিল) ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। আর তাতে উভয় বাজারে কমেছে সূচক।

সূচক ওঠানামা শেষে সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২ পয়েন্ট, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (চসিক) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, বিজিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস এবং রেনেটা লিমিটেড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৯ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৮ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তীত রয়েছে ৪৭টির। লেনদেন হয়েছে মোট ৭১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার টাকা। এর আগের দিন লেনেদেন হয়েছিল ৬২ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ৭ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির, অপরিবর্তীত রয়েছে ৬২টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে সাত কোটি টাকা লেনদেন বেড়েছে।

এর আগে চলতি মাসের ১১ এপ্রিল ‘লকডাউনে’ পুঁজিবাজার বন্ধ থাকতে পারে এমন খবরে দরপতন হয়েছিল। তাতে ডিএসইর প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। তারপর রোববার (২৫ এপ্রিল) পর্যন্ত মোট নয় কার্যদিবস সূচকের উত্থান হয়েছিল।

কমিউনিটিনিউজ/ এমএএইচ 

আরও সংবাদ

সৈনিক পদে চাকরির সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে

কমিউনিটি নিউজ

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩২ পদে ২৩৮ জনের চাকরির সুযোগ

কমিউনিটি নিউজ

চাকরি দিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর

কমিউনিটি নিউজ

এসএসসি পাশে রেলওয়েতে চাকরি

কমিউনিটি নিউজ

এসএসসি পাশে ১৩৪ জনকে নিয়োগ দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

কমিউনিটি নিউজ

শক্তি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ

কমিউনিটি নিউজ