কমিউনিটিনিউজ ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ‘আইন অফিসার’ পদে ০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরো পড়ুন:
ব্রিটিশ কাউন্সিলে চাকরির সুযোগ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন
পদের নাম: আইন অফিসার
পদসংখ্যা: ০৬ জন
শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতকোত্তর/স্নাতক (সম্মান)। কমপক্ষে দুটি দ্বিতীয় শ্রেণি/জিপিএ ২.৭৫। এসএসসি/এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩.২৫। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ০১ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
কর্মস্থলেই থাকতে হবে শিক্ষক-কর্মকর্তাদের
কমিউনিটিনিউজ ডেস্ক: কঠোর এই লকডাউনে শিক্ষক-কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তবে সাতদিনকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করায় সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক মনীষ চাকমা।
মনীষ চাকমা বলেন, শিক্ষকদের নিয়োগ উপজেলাভিত্তিক হয়। এছাড়া তাদের স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। তারা তো এলাকায় বা কর্মস্থলেই আছেন। তবে শুনেছি কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করছেন। যদি সংশ্লিষ্টদের না জানিয়ে কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করেন, তবে সেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে কার্যকর হবে সাতদিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।
এদিকে ডিপিই সূত্র জানায়, লকডাউনকে কেন্দ্র করে মানুষ যেমন রাজধানী ছাড়ছেন, তেমনি সাতদিনের সাধারণ ছুটির সুযোগে অনেক শিক্ষা কর্মকর্তাও ‘স্টেশন লিভ’ করছেন। তবে অধিদফতরের নির্দেশনা অনুযায়ী কোনো কর্মকর্তা তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
কমিউনিটিনিউজ/ এমএএইচ