চাকরি বাজার ডেস্ক, কমিউনিটি নিউজ:
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঁচ পদে চাকরির সুযোগ দেয়া হয়েছে।মন্ত্রণালয়টিতে জনবল নিয়োগের জন্য শূন্য পদে দরখাস্ত আহ্বান করেছে। ৫টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে।
আগ্রহী প্রার্থী আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবে। নারী-পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন। চাকরি পেলে কর্মস্থল হবে দেশের যেকোনও স্থানে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, কম্পিউটার অপারেটর পদে ৪ জন, ক্যাশিয়ার পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন, অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বয়সসীমা: সকল পদের জন্য ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে বয়স হবে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া যেভাবে করতে হবে
www.motj.gov.bd ওয়েবসাইটে এসব পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
এখন থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। www.motj.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীরা।