ধর্ম ডেস্ক, কমিউনিটি নিউজ:
মুসলিম দুনিয়ার পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বুধবার (২৭ জানুয়ারি) এই ঘোষণা দেওয়া হয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন করোনাভাইরাস রোগী ছিলেন। তারা সকলেই বর্তমানে সুস্থ। নবী হযরত মুহাম্মদ (সা.) এর স্মৃতি জড়িত এই শহরে ৩০ হাজারের অধিক মানুষের বসবাস।
এর মধ্যে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কোনও মুসলমান হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদিতে বসবাস করা বাইরের দেশের লোকজন শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবেন।