কমিউনিটিনিউজ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল ২০২১) কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, তার কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।
এর আগে, গত ১৭ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। পরে ১৮ মার্চ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।
কমিউনিটি/ এমএএইচ
শতভাগ জনবল দিয়ে চলছে সরকারি অফিস
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে কথা করা হলে তিনি বলেন, ‘আগামী দু-একদিনের মধ্যেই অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনায় পুরোপুরি নিশ্চিত করার বিষয়টি জানোনো হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘গত (সোমবার) ২৯ মার্চ যে প্রজ্ঞাপনটি আমরা দিয়েছি, সে অনুযায়ী সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান আছে সেখানে ৫০ শতাংশ জনবল নিয়ে যাতে অফিস পরিচালনা করা হয় সেই নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে বার্তা দিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ও শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে। যেহেতু হঠাৎ করে এ সিদ্ধান্ত তাই কেউ কেউ হয়তো ৭০ শতাংশ করতে সক্ষম হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে যারা অত্যন্ত জরুরি কাজে সম্পৃক্ত নন সেখানে জনবলের অর্ধেক থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক অভ্যস্ত হয়ে পড়েছি। কিভাবে বাসা থেকে অফিস করতে হয় সেটা এক বছরে সফলভাবে পরিচালনা করেছি। আমরা যে ডিউটি রোস্টার করব তাতে কাউকে কাউকে তিন দিন অফিসে এবং দুদিন বাসায় থেকে কাজ করতে হবে। পরের সপ্তাহে আবার যারা বাসায় ছিলেন তারা অফিস করবেন।
কমিউনিটি/ এমএএইচ