ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের লোক বলা সেই সাথে নোয়াখালীতে অপরাজনীতি বন্ধের দাবিতে হরতাল ডেকেছেন আবদুল কাদের মির্জা।
আগামী রোববার (৩১ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহ্বান করেছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
আজ সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট রুপালি চত্বরে এক সমাবেশে এ হরতাল ঘোষণা করেন তিনি।
কাদের মির্জা ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, উনি কোন প্রতিবাদ করছে না। আমি প্রতিবাদ করলে আমাকে আবার নিষেধ করেন। আমি কারও রক্তচক্ষুকে পরোয়া করিনা।