বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ:
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন।
রোববার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে ভোট চাইতে আকাশপথে চট্টগ্রাম ছুটে যান শোবিজের একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন নায়ক রিয়াজ।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই চিত্রনায়ক বলেন, চট্টগ্রাম আসার রাস্তা দেখে বাংলাদেশের রাস্তা মনে হয়নি; মনে হয়েছে ইউরোপের রাস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক প্রশংসা করেন তিনি।
রিয়াজ বলেন, বঙ্গবন্ধুকন্যা চট্টগ্রামবাসীর জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। ইউরোপের রাস্তা মনে হয়েছে। চট্টগ্রামের নগর পিতা হিসেবে আলহাজ রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরাও মনে করি, উনার হাত ধরে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। সাথে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় তিনি সবার কাছে রেজাউল করিমের পক্ষে নৌকা মার্কায় ভোট চান। চট্টগ্রামের মানোন্নয়নে রেজাউল করিমের পক্ষে প্রচারণায় সবার অগ্রণী ভূমিকা আশা করেন।
জানা যায়, গতকাল চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়, কাজীর দেউরী, ইস্পাহানী-জিইসি মোড়, ২নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় প্রচার চালিয়েছেন তারকারা।