বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে নৌকার মাঝি হতে চান চেয়ারম্যান পদ প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক। তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন। ইতিমধ্যে তিনি করোনা মহামারিতে জনসচেনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন।
এনামুল হক দীর্ঘদিন কলেজ শাখা ছাত্রলীগ ও আড়ানী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন হন। বর্তমানে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
এনামুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র সহযোগিতায় চেয়ারম্যান পদে মনোনীত হয়ে আড়ানী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আড়ানী ইউনিয়নকে আধুনিক এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান।
তিনি বলেন, আমি যে গ্রামে বসবাস করি, সেই গ্রামে তিনটি ওয়ার্ড রয়েছে। এই তিনটি ওয়ার্ডে আমার ৯০ ভাগ জনপ্রিয়তা রয়েছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়, তাহলে অবশ্যই আমিই আওয়ামী লীগের মনোনয়ন পাব বলে বিশ^াস করি।
তিনি বলেন, বর্তমানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮ জন সভাপতি/সাধারণ সম্পদকের মধ্যে অধিকাংশই আমার সাথে মাঠে কাজ করছেন। আশা করছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাব এবং বিজয়ী হবো।
কমিউনিটি/এমএইচ