আড়াইহাজার প্রতিনিধি, কমিউনিটি নিউজ: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় রামচন্দ্রদী জনসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি দেওয়া হয়েছে। গোপালদীর স্যোসেল ওয়েলফার ক্লাবে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মো. আবু ছাইদকে প্রতিষ্ঠাতা সভাপতি ও মো. সুমন ভূঁইয়াকে সাধারণত সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়। এছাড়াও মো. আব্দুল্লাহকে সহ-সভাপতি, আবু তারেককে যুগ্ম সাধারণ সম্পাদক, দিদার ইসলাম চয়নকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমানকে কোষাধ্যক্ষ, শফিকুল ইসলামকে প্রচার সম্পাদক এবং ফয়সাল আহমেদ আপন,জাবেদ ইসলাম, দোলন, শাহিন বাপ্পি, কাউসার ভূঁইয়াকে কার্যকরি সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনটির লক্ষ্য -অনুদানের ক্ষেত্র ফাউন্ডেশনের সঞ্চয়কৃত অর্থ দরিদ্র ও হতদরিদ্র স্কুল/কলেজ/মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের বই, স্কুল ড্রেস কেনা,বেতন ও ভর্তি ফি প্রদান করা হবে। অসুস্থ্য হতদরিদ্রদের মধ্যে চিকিৎসার অনুদান প্রদান করা হবে। হতদরিদ্রদের কন্যা সম্প্রদানের জন্য আর্থিক অনুদান দেয়া হবে। এছাড়া বিভিন্ন সমাজ সেবায় ভূমিকা পালন করা হবে।