নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জনিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সাংবাদিকরা। রোববার (২০ ডিসেম্বর, ২০২০) সকাল ১১ টার দিকে আরসিআরইউ,র সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এর নেতৃত্বে শুভেচ্ছা জানায় সাংবাদিকরা।
এর আগে রাজশাহী কলেজ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
দৈনিক দেশ রূপান্তরের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল খালেক, এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান শ.ম সাজু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু , আরসিআরইউ’র কমিটি উপদেষ্টা বাবর মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হাসনাত হাকিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেহের আলী দূর্জয়, নির্বাহী সম্পাদক কুলসুম সাফরিন, আব সাঈদ রনি, সহযোগী সদস্য বদরুদ্দোজা, তম্ময় শাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।