নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর বাঘায় বাসের ধাক্কায় আসাদুল হক (৪৫) নামের এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাঘা নতুন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল উপজেলার বলিহার গ্রামের ফকির হাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বাঘার নারায়নপুর বাজারের কসমেটিকসের দোকান বন্ধ করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আসাদুল সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাঘা নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
এতে আসাদুল ঘটনাস্থলেই নিহত হন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।