নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিভিন্ন আয়োজনে রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে এসব আয়োজন করা হয়। প্রতিষ্ঠার দুই বছর পার করে তিন বছরে পদার্পণ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
দৈনিক দেশ রূপান্তরের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল খালেক, এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান শ.ম সাজু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ইউনিটির সভাপতি এম ওবায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় শুভেচ্ছা জানতে এসে বক্তারা বলেন দেশ রূপান্তর মাত্র দুই বছরে তাদের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠতা আর দক্ষতার মাধ্যমে এরই মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে পত্রিকাটি। রাজশাহী অঞ্চলের সমস্যা সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে দেশ রূপান্তরের ভূমিকার প্রশংসা করেন অতিথিবৃন্দ।
কমিউনিটি / এমবি