নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে নিউজ নেটওয়ার্কের তৃতীয় গ্রুপের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ১২ দিনের প্রশিক্ষণ কর্মশালার মধ্যে তৃতীয় গ্রুপের কর্মশালা শেষ হয়েছে।
রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে গত রোববার থেকে তৃতীয় গ্রুপের কর্মশালা শুরু হয়েছিল। তিন দিনের কর্মশালা শেষে মঙ্গলবার অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
সনদ তুলে দেন সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা এবং নিউজ নেটওয়ার্কের ফিল্ড কো-অর্ডিনেটর মাসুমা ইউসুফ।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্ক অ্যাডভোকেসি, লবিং এবং নোগোসিয়েশন বিষয়ে এই কর্মশালার আয়োজন করেছে। মানবাধিকার রক্ষায় কাজ করেন এমন ব্যক্তিরা কর্মশালায় অংশ নিচ্ছেন। মোট চারটি গ্রুপে ১১৬ জন কর্মশালায় অংশ নেবেন। প্রতিটি গ্রুপে থাকছেন ২৯ জন।
একটি গ্রুপের কর্মশালা চলছে তিন দিন। প্রতিটি গ্রুপে দুটি পত্রিকার দুইজন সম্পাদক অংশ নিচ্ছেন। বাকি অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন সাংবাদিক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং সমাজকর্মী। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের কর্মশালা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে চতুর্থ গ্রুপের কর্মশালা শুরু হবে।