27 C
Dhaka
অক্টোবর ১৬, ২০২১

২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা

ঈদুল আযহা

ইসলাম ডেস্ক: আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ১২ জুলাই জিলহজ মাস শুরু হবে ও আগামী ২১ জুলাই (বুধবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১১ জুলাই) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত জানানো হয়।

ধর্মপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজ ১১ জুলাই (রোববার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী কাল ১২ জুলাই জিলহজ মাস শুরু হবে। বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২১ জুলাই।

গতকাল শুক্রবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা দেয়ায় রোববার (১১ জুলাই) সেখানে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। সেক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।

জিলকদ মাসের পরই আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা শাহেনূর মিয়া, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মুহ. আছাদুর রহমান, ঢাকা জেলার এডিসি ইলিয়াস মেহেদী, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ানসহ অনেকে। আগামী ২১ জুলাই (বুধবার) ঈদুল আযহায় সবাইকে শুভেচ্ছা।

আরও সংবাদ

২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

কমিউনিটি নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

কমিউনিটি নিউজ

চালের অবৈধ মজুদ করলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে : খাদ্যমন্ত্রী

কমিউনিটি নিউজ

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কমিউনিটি নিউজ

দেশে জনসংখ্যা ও চালের চাহিদার সঠিক পরিসংখ্যান নেই

কমিউনিটি নিউজ

এইচএসসি ২ ডিসেম্বর, এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর

কমিউনিটি নিউজ