প্রবাস ডেস্ক, কমিউনিটি নিউজ
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে পারস্পরিক সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এ সফরে বাংলাদেশ সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে ২৯শে জানুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান বাংলাদেশ সেনাপ্রধান। সফর শেষ করে সেনাবাহিনী প্রধান আগামী ১২ই ফেব্রুয়ারি দেশে ফিরে আসার কথা রয়েছে।
এবিআর/কমিউনিটি নিউজ