32 C
Dhaka
আগস্ট ১২, ২০২২

এক জালে ৬ লাখ টাকার মাছ!

ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ: কার ভাগ্য কখন বদলে যায় কেউ জানে না। জীবন নদীর স্রোতে কখন কিভাবে জীবন পাল্টে যায় বুঝা যায় না। এখুনি গরিব, আবার কিছু সময়ের মধ্যেই ধনী। মূহুর্তেই বা একদিনের ব্যবধানে বদলে যেতে পারে অনেক কিছু। ঠিক যেমন পাল্টে গেছে সাতক্ষীরা শ্যমনগরের জেলে রফিকুলের জীবন।

একদিনে জালে পাঁচ লাখ ৪০ হাজার টাকার
লাউভোলা মাছ পেয়ে বিক্রি করেছেন। মাছ বিক্রির পর রফিকুল বলেন, ‘এক সঙ্গে এ্যত্ত টাকার মাছ বেঁচতে পেরে ভাগ্য খুইলে গেছে।’

লাউভোলা মাছে ভাগ্য বদল হওয়া জেলের নাম রফিকুল ইসলাম। তিনি শ্যামনগরের টেংরাখালী গ্রামের বাসিন্দা। সুন্দরবনের সাথের রায়মঙ্গল নদীতে জাল পেতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে নদীতে জোয়ার আসে। সেই জোয়ারে জাল পাতেন তিনি। ভাটার টানে পানি থেকে জাল তোলা শুরু করলে উঠে আসে ১২৬টি মাছ। এক একটি মাছের ওজন হয় সাত থেকে ২০ কেজি পর্যন্ত। যার মোট ওজন এক হাজার ৫১ কেজি। আজ শুক্রবার (২২ জানুয়ারি) ৫৯০ টাকা কেজি দরে তিনি পাঁচ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন।

সামুদ্রিক মাছের মধ্যে লাউভোলা মাছ বেশ সুস্বাদু। স্বাদে গুনে তাই এই মাছের কদরও একটু বেশী। চাহিদার কারণে দামও বেশি।

এই মাছের দাম বেশী হওয়ার মূল কারণ, এ মাছের ফুলকা ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। গ্রেড অনুযায়ী প্রতি কেজি লাউভোলা মাছের ফুলকার দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে লাউভোলা মাছের ফুলকা দিয়ে মূল্যবান প্রসাধনী ও ওষুধ তৈরি হয়ে থাকে।

উপজেলার বংশীপুর গ্রামের মাছ ব্যবসায়ী নূর হোসেন গাজী বলেন, খবর পেয়ে তিনি মাছগুলো কিনে নেন। পরে তা স্থানীয় মদিনা ফিসের মালিক হারুনার রশিদের মৎস্য সেটে ছয় লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন।

 

আরও সংবাদ

দেশে কতদিনের জ্বালানি আছে তা জানালো বিপিসি

কমিউনিটি নিউজ

সুইস ব্যাংকের কাছে নির্দিষ্ট কোনও তথ্য চায়নি বাংলাদেশ: রাষ্ট্রদূত

কমিউনিটি নিউজ

শীঘ্রই বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম

কমিউনিটি নিউজ

রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া বাড়লো

কমিউনিটি নিউজ

সাপাহারে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

কমিউনিটি নিউজ

চলে গেলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

কমিউনিটি নিউজ