দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। ফলে সমাজে মানুষের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। করোনার মধ্যেও সরকারের প্রণোদনা কার্যক্রমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। সরকার সার্বিকভাবে চেষ্টা করছে দেশকে স্বাভাবিক রাখতে।
আজ সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ণ, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার মানুষের ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ নিতে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহিতা, ও আইনের শাসন এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা নিতে হবে।
এর আগে আজ বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান মতে, ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সবসময়ের মতো এবার রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।