জাতীয় ডেস্ক, কমিউনিটি নিউজ: ভারত থেকে ২ ডলারের টিকা ৫ ডলারে কেনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত থেকে বেশি দামে করোনার টিকা কেনা হচ্ছে কেবল দুর্নীতির জন্য।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি’র মানববন্ধনে তিনি একথা বলেন।
করোনা ভ্যাকসিন আমদানির মাধ্যমে সরকার লুটপাটের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে মামলা হামলা এবং অত্যাচার নির্যাতনের মাধ্যমে গণতন্ত্র হত্যার চক্রান্ত করার অভিযোগ করেন মির্জা ফখরুল।