কমিউনিটি ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ জন।একটি ট্রাককে পেছন থেকে ধাক্কার পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দূর্ঘটনা ঘটে।
আজ বুধবার (৩০ ডিসেম্বর ২০২০) ভোরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি বিয়ানীবাজারের চারখাই এলাকায়।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ বলেন, সিলেট জকিগঞ্জ সড়কের পশ্চিম বাজারে একটি মালবাহী ট্রাককে জকিগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনজন পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কমিউনিটি/এমএইচ