ডেস্ক প্রতিবেদন: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। খবর বাসস।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়।
বাকি আহত পাঁচজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো তিনজন মারা যান। আহত দুইজন চিকিৎসাধিন রয়েছেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আরিফ আনোয়ার জানান, হতাহতদের পরিচয় তখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লাশগুলো এবং বাসটি থানার সামনে নিয়ে আসা হয়েছে।
ঘটনার পরই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত সংবাদটির তথ্য বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে নেয়া হয়েছে।