25 C
Dhaka
ডিসেম্বর ২, ২০২২

গোলাপি ঠোঁট পেতে স্ক্রাব করবেন যেভাবে

জীবন-যাপন ডেস্ক, কমিউনিটি নিউজ: শীতকাল চলছে। প্রচন্ড ঠান্ডায় ত্বক হয়ে পড়ে কালচে ও শুষ্ক। এসময় ত্বক ও ঠোঁটের প্রয়োজন বাড়তি যত্ন। নরম ও গোলাপি ঠোঁট কার না পছন্দের। ঠোঁটের এই কালচে দাগ বা ছোপ তুলতে স্ক্রাবিংয়ের বিকল্প নেই।

স্ক্রাব করলে ত্বক ও ঠোঁট নরম হয়ে যায়। ঠোঁটের শুকনো ভাব দূর হয়। সেই সাথে ফাটা ঠোঁটের সমস্যাও দূর করে। এছাড়া ঠোঁট আর্দ্র থাকে। ঠোঁটে সামান্য স্ক্রাব করে লিপস্টিক ব্যবহার করা হলে দীর্ঘ সময় ঠোঁটে লিপস্টিক থাকে।

স্ক্রাব করা হলে ঠোঁটের মৃত ও নিস্তেজ কোষ দূর হয়। তবে সঠিক উপায়ে স্ক্রাব না করলে বিপরীত ফলাফলও হতে পারে। তাই জেনে নিন কীভাবে সঠিক উপায়ে বাড়িতে স্ক্রাব করতে হবে-

★ প্রথমে ঠোঁট থেকে আগের মেকআপ সরিয়ে ফেলুন ও আলতো করে ধুয়ে ফেলুন।

★ ৫ মিনিট ধরে ঠোঁট স্ক্রাব করুন।

★ এবার অল্প পরিমাণে স্ক্রাব নিয়ে তা ঠোঁটে ব্যবহার করুন।

★ স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন ও ঠোঁট ধুয়ে ফেলুন।

★ এরপর ঠোঁটে লিপ বাম ব্যবহার করুন।

এবিআর/কমিউনিটি নিউজ

আরও সংবাদ

মস্তিষ্ককে সুস্থ রাখতে যেসব ব্যায়াম ও খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে

কমিউনিটি নিউজ

ঢাকায় নিম্ন আয়ের বস্তিবাসীরা বায়ু দূষণসহ নানা ঝুঁকির মুখে

কমিউনিটি নিউজ

কোন সময় পানি খেলে বেশি উপকার?

কমিউনিটি নিউজ

কোনটা খাবেন আঙ্গুর না কিসমিস

কমিউনিটি নিউজ

সারা বছর ফ্রিজে টমেটো সংরক্ষণ করবেন যেভাবে

কমিউনিটি নিউজ

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকে

কমিউনিটি নিউজ