ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ:
প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে শীতকালে প্রায় সবাই মোজা পড়ে। মোজা পড়ায় শীতের আরাম হলেও এক অস্বস্তিও আছে। দীর্ঘক্ষণ মোজা পড়ে থাকলে অনেকের পায়ে গন্ধ শুরু হয়।
কখনো মোজা খুলে কোথাও গেলেন, দুর্গন্ধের কারণে মানুষের কাছে মর্যাদাহানিকর কথাও শুনতে হতে পারে। আবার কখনো গন্ধের ভয়ে মোজা খুলেনও না কেউ।
মোজার গন্ধ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে। চিন্তার কোনো কারণ নেই। যাদের পায়ে এমন গন্ধ হয়, কিছু বিষয় মেনে চললে সহজেই এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
১. সামান্য বেকিং সোডা জুতার মধ্যে লাগিয়ে নিন। পরদিন জুতা মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।
২. ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজাতে দেখবেন কোনো গন্ধ নেই।
৩. মোজা দুর্গন্ধমুক্ত রাখতে সামান্য লবণ ছিটিয়ে দিন। এতে করে জুতার বাজে গন্ধ দূর হবে।
৪. জুতার মধ্যে রাতে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন। পরদিন এটি বের করে জুতা পরুন। গন্ধ একেবারে চলে যাবে।
৫. কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন।
৬, ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘণ্টাখানেক পর টি-ব্যাগ সরিয়ে ফেলুন।