ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ: শিশুদের বমি হওয়া খুব সাধারণ বিষয়। তবে শিশুর বমি হলে মা-বাবার টেনশান তো থাকেই। আর তাই এ সমস্যার সমাধান খুঁজে থাকেন অনেকেই।
সমাধানের আগে শুরুতেই বলতে হবে আপনার সন্তার বমি করলে প্রথমেই মাথা ঠান্ডা রাখুন।
আপনার সন্তানের বমি কমাতে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার ।
আমাদের কাছে বমি করা বাচ্চা নিয়ে এলে মা-বাবার প্রধান অভিযোগই থাকে বাচ্চা যা খায় তাই বমি করে ফেলে দেয়। মুখে কোনো রুচিই নেই আমাদের বাচ্চার। আমি বলি কি এ নিয়ে এত চাপ নেয়ার কারণ নেই।
শিশুর বমি হলে কী করবেন-
শিশুর বুমি হলে প্রতিবার বমির পর খাবার স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ওষুধ খাওয়াবেন না।
শিশু অতিরিক্ত বমি করলে এবং অতিরিক্ত বমির পর যদি দেখেন শিশু প্যারালাইজড হয়ে যাচ্ছে, হাত-পা দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে বা চোখ উল্টে যাচ্ছে এবং খুব অস্বাভাবিক আচরণ করছে, তখন শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
সন্তানের কেন বমি হয়
আমাদের শিশুদের হজম ক্ষমতা কম থাকে। তারা সব খাবার সহজে হজম করতে পারে না। সে জন্য তারা বমি করে খাবার ফেলে দেয়। তবে যখন একটু একটু করে বড় হতে শুরু করে, তখন তাদের হজম প্রক্রিয়ার উন্নতি হতে থাকে।