আদালত ডেস্ক, কমিউনিটি নিউজ: পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করতে ঘোষণা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টে রিটটি করেছেন।
মন্ত্রী পরিষদ সচিব, সেতু সচিব, প্রধান প্রকৌশলী এবং পদ্মা সেতু প্রজেক্ট ডাইরেক্টরকে এই রিটের বিবাদী করা হয়েছে।
রিটের বিষয়ে জানতে চাইলে আইনজীবী কামরুজ্জামান স্বাধীন বলেন, পদ্মা সেতুর কাজ শুরুর পূর্বেই বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা এর অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুর তৈরির ঘোষণা দেন।
তিনি আরো বলেন, পরে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতার পথে। তাই তার অবদানের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এজন্য সেতুটির নাম প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামেই হওয়া উচিত মনে করেছি আমি। তাই এই রিটটি করেছি