30 C
Dhaka
আগস্ট ২, ২০২১

পুঠিয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে পুলিশ-প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী) : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ নেতৃত্বে পুলিশের একটি টহল দল পুঠিয়ার সদরসহ বিভিন্ন এলাকায় টহল দেয়।

পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন।

জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় কঠোর লকডাউন থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বাহিরে আসতে না পারে এ জন্য উপজেলা প্রশাসন ,সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করছে ।

সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই।

তবে সরকারী আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। পাশাপাড়ি ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

দেশে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

কমিউনিটি নিউজ

ভাড়া পাচ্ছে না ‘গরিবের অ্যাম্বুলেন্স’

কমিউনিটি নিউজ

মাছ কেটে ৩০ বছর সংসার চালান তুজিন

কমিউনিটি নিউজ

ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে চালক নিহত

কমিউনিটি নিউজ

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ প্রাণ হারালেন ২৫৮ জন

কমিউনিটি নিউজ

দেশে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু

কমিউনিটি নিউজ