নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর এবারও করোনা আক্রান্ত রোগী ও কাজ হারানো নিম্ন আয়ের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘সংযোগ কানেক্টিং পিপল’ নামের একটি সংগঠন। করোনায় অসুস্থ মানুষকে যেন শ্বাসকষ্টে ভুগতে না হয়, তাই মুঠোফোনে কল আসলেই সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়িতে।
বর্তমানে রাজশাহীতে মিলছে সংগঠনটির জরুরি অক্সিজেন সেবা। পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীদের উদ্বেগ ও তাৎক্ষণিক পরামর্শ পেতে জরুরি ভিত্তিতে চালু হয়েছে সংযোগ মেডিক্যাল হেল্পলাইন। যে কেউ ০১৭৯১৭১১২২৬ নম্বরে ফোন দিলেই ঘরে বসেই পেয়ে যাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার।
অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির নিয়মাবলি:
- চারদিনের বেশি অক্সিজেন সিলিন্ডার রাখা যাবেনা। চারদিনের বেশি অক্সিজেন সিলিন্ডার টিম এসে নিয়ে যাবে। রিফিলের দরকার হলে চিকিৎসকে পরামর্শ নিয়ে জানাতে হবে।
- চার দিনের সার্ভিস চার্জ ৩ হাজার টাকা এছাড়াও রিফিল চার্জ ৫’শ টাকা। তবে , কেবলমাত্র সংযোগের অক্সিজেন সিলিন্ডারই রিফিল যোগ্য।
করোনার ভয়াবহতার মধ্যেই গত বছরের মার্চে জন্ম নেয় সংযোগ: কানেক্টিং পিপল। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির যাত্রা।
কমিউনিটিনিউজ/ এমএএইচ