স্বাস্থ্য ডেস্ক,কমিউনিটি নিউজ:
যুক্তরাজ্য থেকে দেশে আসা ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে আসার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ হয়েছে। বর্তমানে তাদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের এসব তথ্য জানান।
নমুনা পরীক্ষায় পজেটিভ হওয়ায় তাদেরকে সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হসপিটালে ভর্তি করা হয়েছে।
গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন ১৫৭ জন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রশাসনের তত্ত্বাবধানে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য বিভিন্ন হোটেলে রাখা হয়।