29 C
Dhaka
মার্চ ২৯, ২০২৩

আমরা ২১ কোটি টিকা কিনেছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক, কমিউনিটিনিউজ:  স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আমরা ২১ কোটি টিকা কিনেছি। এর মধ্যে ১১ কোটি টিকা দেশে এসেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ টিকা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ টিকা হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ৯ কোটি টিকা পেয়েছে। প্রতিদিন আমরা ১৫ লাখ মানুষকে টিকা দিচ্ছি। তবে প্রতিদিন আমাদের ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয়। আমরা সৌদি আরবকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।

এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা প্রান্তিক জনগোষ্ঠীসহ সবাইকে টিকা দেওয়ার পর বুস্টার ডোজ নিয়ে চিন্তা-ভাবনা করবো। আর বুস্টার ডোজের বিষয়ে টিকা বিষয়ক জাতীয় কমিটি থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

মস্তিষ্ককে সুস্থ রাখতে যেসব ব্যায়াম ও খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে

কমিউনিটি নিউজ

সিদ্ধ ডিম রেখে কতক্ষণ পর খাওয়া নিরাপদ?

কমিউনিটি নিউজ

কোথায় কত ঘন্টা বাঁচতে পারে ওমিক্রন!

কমিউনিটি নিউজ

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই বাড়ছে

কমিউনিটি নিউজ

ইউরোপে সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে আক্রান্ত

কমিউনিটি নিউজ

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

কমিউনিটি নিউজ