28 C
Dhaka
সেপ্টেম্বর ২৭, ২০২২

শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা

প্রাথমিক দল ঘোষণা
কমিউনিটিনিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে । ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন আলোচিত ওপেনার ইমরুল কায়েস।এছাড়াও ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এছাড়াও বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলামও এই দলে জায়গা করে নিয়েছেন। শনিবার (১ মে ২০২১)  সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক দল প্রকাশ করেছে বিসিবি।
২৩ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মত ডাক পাওয়া ক্রিকেটার পেসার শহিদুল ইসলাম। এছাড়া নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা আছেন এই স্কোয়াডে।
যারা থাকছেন বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে 
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা ঈদের আগ পর্যন্ত অনুশীলন করবেন, যা শুরু হবে রবিবার (২ মে) থেকে। ঈদের পর আরও কয়দিন অনুশীল শেষে মাঠে গড়াবে সিরিজ। ২ থেকে ৫ মে অনুশীলনের পর ৬ মে বিশ্রাম, এরপর আবারও ৭ ও ৮ মে অনুশীলন। ক্রিকেটাররা ঈদের ছুটি পাবেন ১০ মে থেকে। দুপুর ২ থেকে শুরু হয়ে এই অনুশীলন চলবে বিকেল সাড়ে চারটা অবধি। তবে ৮ ও ৯ মে দুপুর দেড়টা থেকে শুরু হওয়া অনুশীলন শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ১০-১৭ মে ঈদের ছুটিতে থাকবে জাতীয় দল।

টেস্ট দলে থাকা ক্রিকেটাররা ঈদের পর অনুশীলন করার কথা রয়েছে। দেশে থাকা ক্রিকেটাররাই মূলত ঈদের আগে নিজেদের প্রস্তুত করে নিতে ঘাম ঝরাবেন। যদিও সাকিব ও মুস্তাফিজ কবে যোগ দেবেন তা নিশ্চিত নয়।

এদিকে ইমরুল কায়েস ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। ২০১৯ সালের ভারত সফরে কলকাতা টেস্ট ছিল দেশের হয়ে ইমরুলের সর্বশেষ ম্যাচ। প্রায় দুই বছর পরে আবার জাতীয় দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

আগামীকাল থেকে যারা দেশে আছেন তাঁরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। শ্রীলঙ্কা সফরে থেকে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম করে অনুশীলনে যোগ দেওয়ার কথা।

৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন করবে। ঈদের ছুটি পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল।

সিরিজটি খেলতে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে আসার কথা ১৬ মে। করোনাকালের ক্রিকেটে এটি বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ। এর আগে বছরের শুরুতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কমিউনিটি নিউজ

বাংলাদেশকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা পাকিস্তানের

কমিউনিটি নিউজ

মেসির কারণে অখুশি পিএসজি

কমিউনিটি নিউজ

পাকিস্তানের কোচ হচ্ছেন কারস্টেন!

কমিউনিটি নিউজ

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই

কমিউনিটি নিউজ

আজ রাতেই দেশ ছাড়ছেন সাকিব-মোস্তাফিজ

কমিউনিটি নিউজ