খেলা ডেস্ক: গত বছর মার্চে তার প্রতিষ্ঠান দ্য নেইমার জুনিয়র ইন্সটিটিউট এই করোনার কারণেই বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও সেখানে চাকরিরত কর্মচারিদের চাকরি হারাননি কেও । সেই মার্চ থেকে নিজের গাঁটের পয়সা খরচ করে প্রতিষ্ঠানের ১৪২ কর্মচারির বেতন দিয়ে যাচ্ছেন খোদ নেইমার!
মহামারির আগ পর্যন্ত প্রাইয়া গ্রান্দের ৩০০০ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরকে সেবা দানের কাজটি করত তার প্রতিষ্ঠান। কিন্তু মহামারির কারণে তার প্রতিষ্ঠানটির কার্যক্রম থমকে পড়ে। তবে নেইমার ঠিকই তার প্রতিষ্ঠানের ১৪২ কর্মকর্তা-কর্মচারির বেতন দিয়ে গেছেন নিয়মিত।এ কাজে প্রতি মাসে নেইমারকে দিতে হয়েছে ৯০ হাজার ইউরো।
আরো পড়ুন:
জাতীয় ক্রিকেট দলে খেলার যোগ্যতা অর্জন করবে পুলিশ:আইজিপি
কোহলির জীবনের সেরা মুহূর্ত ক্যাটরিনার সাথে কথা বলা
পাক যুবাদের বাংলাদেশ সফর স্থগিত
স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, নেইমার পক্ষের পরিকল্পনা আছে এটা চলতি মহামারি শেষ হওয়ার আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার।
নেইমারের বাবা সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে বলেছেন, মহামারি যতদিন শেষ না হবে। বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের চাকরি ও বেতন নিশ্চিত আছে, মহামারি যতদিন চলছে ততদিন থাকবেও।’ ‘আমার পরিবার ও আমি এই কাঠামোটার সঞ্চালনা করছি। ১৪২ জন চাকরিজীবীর সবাই পূর্ণ বেতন-ভাতা পেয়ে যাচ্ছেন। আর আমরা আমাদের নিজস্ব সম্পদ থেকে এটা চালিয়ে যাচ্ছি।’
কমিউনিটিনিউজ/ এমএএইচ