কমিউনিটিনিউজ ডেস্ক: অবশেষে কোয়ারান্টাইন পর্ব শেষ করে হোটেল রুমের বাইরে বেরোলেন। গেইল কোয়ারান্টাইন শেষ করার আনন্দ প্রকাশ করেন মাইকেল জ্যাকসনের গানে তাঁরই বিখ্যাত ‘মুনওয়াক’ স্টেপে পা মিলিয়ে। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির তরফে বুধবার একটি ভিডিও পোস্ট করা হলে সোশ্যাল মিডিয়ায় তা নিমিশেই ভাইরাল হয়ে যায়।
তার নাচের ভিডিও ক্যাপশনে পঞ্জাব কিংস লেখে, ‘কোয়ারান্টাইনের খেল খতম। বাইরে বেরিয়েছেন আপনাদের প্রিয় ক্রিস গেইল।’
আরো পড়ুন:
গত আইপিএলে প্রথম দিকে গেইলকে মাঠে নামায়নি পঞ্জাব। তবে শেষ আটটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ৪১.১৪ গড়ে সংগ্রহ করেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেই ম্যাচে পঞ্জাবকেই হারের মুখ দেখতে হয়।
নাচের ভিডিও
Quarantine da khatam khel, bahar aa gaye tuhadde favourite – Chris Gayle 🕺🥰#IPL2021 #SaddaPunjab #PunjabKings @henrygayle pic.twitter.com/rrDHPZ3lvQ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 7, 2021
ক্রিস গেইল। জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন। টুয়েন্টি২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য গেইল ক্রিকেটের তিন ঘরানাতেই অসংখ্য রেকর্ড গড়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বাধিকবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। তিনি টেস্টে তিন শতক, একদিনের আন্তর্জাতিকে দুই শতক এবং টি-২০ তে শতক হাঁকানো একমাত্র ব্যাটসম্যান।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে গেইল ঘোষণা দেন যে তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন। তবে ২০১৯ সালের জুন মাসে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন তিনি আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো এবং সম্ভব হলে টেস্ট ম্যাচও খেলার ইচ্ছাপোষণ করেন। গেইল ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওডিআই দলে তার নাম ঘোষণা করা হয়। ভারতে বিপক্ষে এই সিরিজে গেইল তার ৩০০তম ওডিআই খেলেন, তন্মধ্যে আইসিসি বিশ্ব একাদশ দলের হয়েও তিনটি ম্যাচও খেলেন। এই খেলায় তিনি একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তিনি ব্রায়ান লারার ১০,৩৪৮ রানের রেকর্ড পেরিয়ে যান।
তিনি ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব, ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, বরিশাল বার্নার্স এবং কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ নিয়ে খেলেছেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন। বিগ ব্যাশ লীগে গেইল সিডনি থান্ডার দলের প্রতিনিধিত্ব করছেন। ঘরোয়া ক্রিকেটে জামাইকা দলে খেলছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে বরিশাল বার্নার্স দলের অন্যতম ক্রিকেটার। ২০১২ সালে নতুন প্রবর্তিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লীগে ইউভা নেক্সটেরও সদস্য মনোনীত হন তিনি।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
চাকরির সুযোগ দিচ্ছে বেপজা
কমিউনিটিনিউজ ডেস্ক: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশ কয়েকটি অভ্যন্তরীণ ৩০ পদে লোকবল নিয়োগ দেবে বেপজা। আগ্রহীরা অনলাইন থেকেই আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)
পদের সংখ্যা – মোট ৩০
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
পদের নাম- সাব স্টেশন এটেনডেন্ট
পদের সংখ্যা- ৭
আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- ১২৫০০-৩০২০০ টাকা
পদের নাম- উপ-সহকারী প্রকৌশলী (পুর)
পদের সংখ্যা- ৪
আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বেতন- ১৬০০০-৩৮৬৪০ টাকা
পদের নাম- উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদের সংখ্যা- ৩
আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বেতন- ১৬০০০-৩৮৬৪০ টাকা
আরো পড়ুন:
- আরএফএল গ্রুপে চাকরির সুযোগ
- জনতা ব্যাংকে চাকরির সুযোগ
- সাধারণ বীমা কর্পোরেশনে চাকরির সুযোগ
- শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
পদের নাম- স্টোর কিপার
পদের সংখ্যা- ১
আবেদন যোগ্যতা- স্নাতক পাস ও দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- ১১০০০-২৬৫৯০ টাকা
পদের নাম- সার্ভেয়ার
পদের সংখ্যা- ২
আবেদন যোগ্যতা- এসএসসি পাস
বেতন- ১০২০০-২৪৬৮০ টাকা
পদের নাম- ইলেকট্রনিক / লাইন ম্যান হেলপার
পদের সংখ্যা- ১
আবেদন যোগ্যতা- অষ্টম শ্রেণি পাস।
বেতন-৮২৫০-২০০১০ টাকা
পদের নাম- মিটার রিডার
পদের সংখ্যা- ১০
আবেদন যোগ্যতা- এসএসসি পাস।
বেতন- ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম- ড্রাফটসম্যান
পদের সংখ্যা- ২
আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ও ১ বছর চাকরির অভিজ্ঞতা।
বেতন- ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://bepza.teletalk.com.bd/ এই ঠিকানায়।
আবেদনের সময়
আবেদন শুরু হবে ১৫ এপ্রিল থেকে। চলবে ২০ মে পর্যন্ত।
কমিউনিটিনিউজ / এমএএইচ