কমিউনিটিনিউজ ডেস্ক: ৪৪তম জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানব-মানবী হয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। তিন মাসের ব্যবধানে ট্র্যাকে আবার প্রথম স্থান অধিকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বাংলাদেশ নৌবাহিনীর এই দুই অ্যাথলেট মানব-মানবী।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকের পুরুষদের ১০০ মিটারে মোহাম্মদ ইসমাইল ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে আবারো ট্র্যাক-অ্যান্ড ফিল্ডের রাজত্ব নিজেদের করে রাখলেন। রৌপ্য জিতেছেন একই সংস্থার আব্দুর রউফ। তিনি সময় নিয়েছেন ১০.৬০ সেকেন্ড। ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর নাইম ইসলাম।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ ধরে রাখতে শিরিন আক্তার সময় নিয়েছেন ১১.৬০ সেকেন্ড। বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ১১.৭০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং বিকেএসপির সোনিয়া আক্তার জিতেছেন ব্রোঞ্জ। সময় নিয়েছেন ১২.১০ সেকেন্ড ।
কমিউনিটিনিউজ/ এমএএইচ