22 C
Dhaka
ফেব্রুয়ারি ২, ২০২৩

করোনায় স্থগিত জাতীয় লীগ

কমিউনিটিনিউজ ডেস্ক: আবারো করোনাভাইরাসের নতুন করে প্রভাব পড়ায় মাঠে ক্রিকেট চললেও স্থগিত করা হয়েছে জাতীয় লীগ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লিগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত স্থগিত হওয়া এই টুর্নামেন্ট আবার কবে শুরু হবে সে সিদ্ধান্ত হয়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, করোনার বিস্তারে ১৮ দফা সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। এর প্রভাবে স্থগিত হয়ে গেল চলমান জাতীয় ক্রিকেট লিগ। ২০২০ সালের মার্চের পর বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেটসহ সব ধরণের খেলাধুলা। এরপর মাঠে ক্রিকেট ফিরলেও ঘরোয়া ক্রিকেট বন্ধ ছিল। চলতি বছরের মার্চে এনসিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটের লড়াই শুরু হয়। গত ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পর ২৯ মার্চ শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ড। তবে ছয় রাউন্ডের এ টুর্নামেন্ট আপাতত স্থগিত করছে করেছে বলে জানা যায়।

মূলত এনসিলের তৃতীয় রাউন্ড থেকে খেলাগুলো বিকেএসপি ও কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বোর্ড। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজারে যান চলাচল বন্ধ হওয়ায় টুর্নামেন্ট স্থগিতের পথে হাঁটতে হয়েছে ক্রিকেট বোর্ডকে।

করোনার মধ্যে টুর্নামেন্ট হওয়ায় ইতোমধ্যে ৮ দলের একাধিক ক্রিকেটার সংক্রমিত হয়েছেন। সিলেট বিভাগীয় দলের এমন অবস্থা দাঁড়িয়েছে যে, একাদশ তৈরি করতেই বিপাকে পড়তে হচ্ছে তাদের। এমনকি ম্যাচ অফিশিয়াল সহ কোচিং স্টাফের অনেকেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

কমিউনিটি/ এমএএইচ

আইসিইউতে বিএনপি নেতা রিজভী

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল ২০২১) কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, তার কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।

এর আগে, গত ১৭ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। পরে ১৮ মার্চ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

কমিউনিটি/ এমএএইচ

আরও সংবাদ

এই প্রজন্মের সেরা ফুটবলারের নাম বলেছিলেন পেলে, কে সে?

কমিউনিটি নিউজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কমিউনিটি নিউজ

বাংলাদেশকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা পাকিস্তানের

কমিউনিটি নিউজ

মেসির কারণে অখুশি পিএসজি

কমিউনিটি নিউজ

পাকিস্তানের কোচ হচ্ছেন কারস্টেন!

কমিউনিটি নিউজ

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই

কমিউনিটি নিউজ