18 C
Dhaka
ফেব্রুয়ারি ৮, ২০২৩

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বুধবার মাঠে নামবে টাইগাররা

খেলা ডেস্ক, কমিউনিটি নিউজ:

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচটি আগামীকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ন’টায় ম্যাচটি শুরু হবে।

১১ মাসের বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে টাইগাররা। তাই এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকছে স্বাগতিকদের। তবে ব্যাটিং নিয়ে তেমন পরীক্ষা-নিরীক্ষা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। তবে ওপেনিংয়ে তামিমের সাথী কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফিটনেসে কিছুটা সমস্যা থাকার পরও সাকিব খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। আর পরিস্থিতি বিবেচনায় পেস অ্যাটাকের বদলে স্পিন নির্ভর দল হওয়াে আভাস দিয়েছে ম্যানেজমেন্ট।

অন্যদিকে, বাজেভাবে ওয়ানডে সিরিজ শেষ করলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে তাদের বেশ কিছু পরীক্ষিত ক্রিকেটার টেস্টের জন্য তৈরি থাকায় নির্ভার কোচ ফিল সিমন্স। এছাড়া গেল বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ক্যারিবিয়ানরা। সেই দিক থেকে কিছুটা হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে সফরকারীরা।

এবিআর/কমিউনিটি নিউজ

আরও সংবাদ

এই প্রজন্মের সেরা ফুটবলারের নাম বলেছিলেন পেলে, কে সে?

কমিউনিটি নিউজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কমিউনিটি নিউজ

বাংলাদেশকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা পাকিস্তানের

কমিউনিটি নিউজ

মেসির কারণে অখুশি পিএসজি

কমিউনিটি নিউজ

পাকিস্তানের কোচ হচ্ছেন কারস্টেন!

কমিউনিটি নিউজ

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই

কমিউনিটি নিউজ