খেলাধুলা ডেস্ক, কমিউনিটি নিউজ:
বুকে ব্যাথা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সৌরভকে হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। পরিবারিক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। পরে বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।
গত ২ জানুয়ারি সকালে বেহালার বাসায় জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এসময় সৌরভকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় হাল্কা হার্ট অ্যাটাক হয়েছিল সৌরভের। তার তিনটি ধমনিতে ব্লক ধারা পড়ে। তাকে স্টেন পরানো হয়। কয়েকদিন হাসপাতলে চিকিৎসা নিয়ে ফেরা সৌরভ আবারও অসুস্থ হয়ে পড়লেন।
সৌরভের বিষয় নিয়ে আরো কোনো ঝুঁকি নিতে রাজি নন পরিবার। কিছুদিন হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংবাদমাধ্যমের বরাতে বলা হচ্ছে, ধমনিতে ব্লকের জন্য সৌরভকে আরও একটি স্টেন পরানোর সিদ্ধান্ত নিবেন চিকিৎসকরা।