খেলা ডেস্ক, কমিউনিটি নিউজ:
উইন্ডিজ-বাংলাদেশ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে ১১টায়।
এর আগে চট্টলায় গতকাল শনিবার সকালে অনুশীলন করেছেন সাকিব-তামিমরা।
স্ট্রেচিং-রানিংয়ের পর নিজেদের স্কিল ঝালিয়ে নিচ্ছে লাল-সবুজের ক্রিকেটাররা। এরই মধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অনেকটা নির্ভার বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট মাথায় রেখে খেলানো হতে পারে বাড়তি স্পিনার।
শনিবার অনুশীলন করেছে উইন্ডিজ ক্রিকেটাররাও। সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মরিয়া মোহাম্মদের দল। শেষ ম্যাচে জয় পেলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে টাইগাররা।