সুপার কাপের ফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে চলছিলো বার্সার খেলা। হঠাৎ করেই রেফারির বাঁশি সাথে হাতে লাল কার্ড উঠে এলো। আর তা সরাসরি ফুটবলের জাদুকর মেসির দিকে উঁচিয়ে ধরলো রেফারি। ক্যারিয়ারের প্রথমবার রেড কার্ডের স্বাদ পেলো মেসি। এর আগে, ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি পেনা স্পোর্ত দে তাফাল্লা দলের বিপক্ষে বার্সার জুনিয়র দলের হয়ে লাল কার্ডের তিক্ত স্বাদ পেয়েছিলেন মেসি।
শান্ত মেসিকে ঠিক কী কারণে দেখতে হলো লাল কার্ড ? এর জবাবে বলা যায়, ম্যাচের অতিরিক্ত সময় ৩-২ গোলে যখন বার্সা পিছিয়ে, দলের হয়ে শেষ চেষ্টাটাই করেছিলো এই জাদুঘর । বিলবাও’র ডি বক্সের সামনে বাঁ প্রান্তে বল বাড়িয়ে দিয়ে ঢুকে পড়েন বক্সের ভিতরে।
ঠিক তখন প্রতিপক্ষের ফরোয়ার্ড আসিয়ের ভিয়ালিব্রে বাধা দেয় তাকে। সেই বাধার কারণে মেজাজ গরম করে ফেলেন মেসি। ডান হাত দিয়ে চাটি মারেন ভিয়ালিব্রেকে । মাটিতে পড়ে কাতরাচ্ছিলো তিনি। গোটা বিষয়টি দেখার পর লাল কার্ডের বিকল্প খুঁজে পায়নি রেফারি জেসাস গিল মানজানো।
মেসি যখন প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে হাত তুলেছিলো তখন তার পায়ে বল ছিল না। বল ছাড়া প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে এমন আচরণ ফুটবলের নিয়মের সাথে যায়না। এ ঘটনায় মেসির কী শাস্তি হবে, তা নিয়ে চলতি সপ্তাহেই বসবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটি। ধারণা করা হচ্ছে, চার ম্যাচ নিষিদ্ধ থাকতে পারেন মেসি।
অন্তত চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি এমন খবর প্রকাশ পাচ্ছে স্প্যানিশ সংবাদগুলোতে। আর ইএসপিএন বলছে, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে যে বার্সা দুই ম্যাচে পাচ্ছে না, তা নিশ্চিত। তবে তার শাস্তি দ্বিগুণ হতেও পারে, তা নির্ভর করছে সুপার কোপার কমিটি বিষয়টিকে কিভাবে দেখবে। লা লিগাে এবং কোপা ডেল রে ম্যাচে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।