28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

টেস্টের আগে বড় দুঃসংবাদ পাকিস্তানের

খেলাধূলা ডেস্ক, কমিউনিটি নিউজ: টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধরনের দুঃসংবাদ পেল পাকিস্তানের ক্রিকেট দল। চোটের কারণে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক বাবর আজম এবং ওপেনার ইমাম-উল হক।

পাকিস্তান ক্রিকেট দলের জন্য অতি গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান বাবর এবং ইমাম-উল হক। কিন্তু আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন দু’জনই। প্রথম টেস্টের আগে দু’জনের কারোরই সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।

যে কারণে এখনই জানিয়ে দেয়া হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই এই দুইজন। বাবর আজমকে আনুষ্ঠানিকভাবে টেস্ট নেতৃত্ব দেয়া হয়েছিল নিউজিল্যান্ড সফরের শুরুতেই। কিন্তু নেতৃত্বভার নেয়ার আগেই ইনজুরিতে পড়ে গেলেন তিনি।

বাবর আজম খেলতে পারবেন না, এ কারনে মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং ডে টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সহকারী অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ইমাম-উল হকের পরিবর্তে পাকিস্তান দলে অন্তর্ভূক্ত করা হয়েছে এখনও অভিষেক না হওয়া ২৪ বছর বয়সী ইমরান বাটকে। ২০১৯-২০ কায়েদে আজম ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন বাট। করেছিলেন ৯৩৪ রান।

এছাড়া ১৭ সদস্যের টেস্ট স্কোয়াডে ফিরছেন আবিদ আলি, আজহার আলি, ফওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।

প্রথম টেস্টে পাকিস্তান স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন আফ্রিদি, শান,  মাসুদ,সোহাইল খান এবং ইয়াসির শাহ।

টেস্টের আগে বড় দুঃসংবাদ পাকিস্তানের শিরোনামে সংবাদের তথ্য জাগো  নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

কমিউনিটি / এমবি

আরও সংবাদ

এই প্রজন্মের সেরা ফুটবলারের নাম বলেছিলেন পেলে, কে সে?

কমিউনিটি নিউজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কমিউনিটি নিউজ

বাংলাদেশকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা পাকিস্তানের

কমিউনিটি নিউজ

মেসির কারণে অখুশি পিএসজি

কমিউনিটি নিউজ

পাকিস্তানের কোচ হচ্ছেন কারস্টেন!

কমিউনিটি নিউজ

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই

কমিউনিটি নিউজ