প্রবাস ডেস্ক: রমজান প্রায় শেষের পথে। আর মাত্র দিনকয়েক পরই পবিত্র ঈদ উল ফিতর। ইতোমধ্যে সারা বিশ্বেই মুসলিমদের ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিকে চলছে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারির প্রকোপ। এবারের ঈদ মহামারির দ্বিতীয় বছরের ঈদ। ঈদ মানেই নতুন জামা-জুতা পরে আনন্দে ভেসে যাওয়া, খাওয়া-দাওয়া আরও কত কি! তবে এই ঈদ অনেকটা সাদামাটাভাবে পালনের কথা ভাবছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
মহামারির দ্বিতীয় বছরে গতবারের মতো এবারও তারা সাদামাটাভাবে ঈদ পালন করবেন। তবে নিজেরা জাঁকজমকভাবে পালন না করলেও দেশে থাকা পরিবার-স্বজনদের কথা তারা ঠিকই ভেবেছেন তারা। তারা বলছেন, পরিবারের ঈদই আমাদের আনন্দ।
পরিবারের সদস্যরা যাতে ঈদের আনন্দে ভাসতে পারেন, সে জন্য রক্ত-ঘাম-শ্রম বিক্রির টাকা দেশে পাঠিয়ে দিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। নিজেরা কেনেননি কোনোকিছুই। তাতে কী! পরিবার তো কেনাকাটা করছে! এই আনন্দই বা ঈদের চেয়ে কম কীসে!
কাতার প্রবাসী বাংলাদেশিরা জানালেন, পরিবার-পরিজনদের সুখই তাদের কাছে বড়। তারা ঈদে আনন্দে থাকলেই হবে। ইতোমধ্যে পরিবারের কেনাকাটার জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধারা।
কাতারে রমজানে তারাবিহর নামাজ হয়নি মসজিদগুলোতে। ঈদের জামাত হবে কি না তাও অনেকটা অনিশ্চিত। করোনার কারণে গত বছরও ঈদের জামাত হয়নি সেদেশে। তবে কঠোর বিধিনিষেধের কারণে কাতারে করোনা পরিস্থিতি সম্প্রতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
কমিউনিটিনিউজ/ এমএএইচ