প্রবাস ডেস্ক: রমজানে বেসরকারি খাতের প্রবাসীদের ২ কর্মঘণ্টা কমিয়ে ৬ ঘন্টা করলো সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে।
আরব আমিরাত সরকার ইতোমধ্যে রমজানে দেশের সরকারি অফিসের জন্য কর্মঘণ্টা হ্রাস করার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মাসের সময় মন্ত্রণালয় এবং ফেডারেল অফিসিয়াল কার্যদিবস সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে। যাদের কাজ অন্য জায়গায় প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এই সময়গুলো প্রযোজ্য নয়। সংযুক্ত আরব আমিরাতের রমজান চাঁদ দেখা সাপেক্ষে ১৩ এপ্রিল থেকে রোজা শুরু হতে পারে।
আরো পড়ুন:
- দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি প্রবাসীদের অনুরোধ
- মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিতে পাইলট প্রজেক্ট শুরু
- প্রবাস জীবন মানেই সুখের অভিনয়
- ভিসার মেয়াদ পেরোনো প্রবাসীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা
এদিকে ৮ এপ্রিল উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস পবিত্র রমজানের সময় মন্ত্রণালয় ও ফেডারেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মঘণ্টা নির্ধারণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে মন্ত্রণালয় এবং ফেডারেল কর্তাদের অফিসিয়াল কার্যদিবস সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
বাড়তে পারে তাপমাত্রা
আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীসহ অল্প বৃষ্টি হয়েছে। আজও এক বিভাগের দুয়েক জায়গায় কালবৈশাখী হতে পারে। একটি অঞ্চলসহ এক বিভাগের ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে। সামনের দিনগুলোয় দাবদাহ বিস্তার লাভ করতে পারে। বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আরো পড়ুন:
- ৬ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- টমেটোর জুসে মুক্তি দেবে উচ্চ রক্তচাপ
- বাঘায় পদ্মাচরজুড়ে মিষ্টি আলুর বাম্পার আবাদ
তাদের তথ্যমতে, শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল কেবল সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।
অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.১৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৪০ মিনিটে।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের স্বাভাবিক তাপমাত্র সামান্য বাড়তে পারে এবং দেশের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিন বঙ্গপোসাগরে অবস্থান করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
কমিউনিটিনিউজ/ এমএএইচ