কমিউনিটিনিউজ ডেস্ক: নিত্য প্রয়োজনীয় দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি প্রবাসীদের অনুরোধ করেছে বাংলাদেশি প্রবাসীরা। রমজান মাস এলেই দেশে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। রমজান যত কাছে আসে দেশের মানুষের মাঝে দাম নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা তত বাড়ে। কিছু অসাধু ব্যবসায়ী এ সময় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে থাকেন। এর বিপরীত চিত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কুয়েত, কাতার, দুবাইসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে এ সময় নিত্যপণ্যের দাম থাকে নিয়ন্ত্রণে।অনেক সময় তারা ৪০/ ৫০ শতাংশ ছাড়ও দিয়ে থাকেন।
এসব দেশে প্রতিনিয়ত পণ্যের দাম ও মানে নজরদারি করে থাখের সেই দেশের সরকারি সংস্থাগুলো। গ্রাহকের সন্তুষ্টির জন্য কোম্পানি ও ব্যবসায়ীদের রীতিমতো প্রতিযোগিতায় নামতে দেখা যায়। পণ্যের অফার আর মূল্য ছাড়ের মাধ্যমে কে কত কম দামে জিনিসপত্র বিক্রি করতে পারে সেই চেষ্টা দেখা যায় সর্বত্র। মাছ, মাংস, ফল, শাক-সবজি থেকে শুরু করে চাল, তেল, চিনি, দুধসহ সব ধরনের নিত্যপণ্য বিক্রি হয় সীমিত লাভে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় ছাড়ের বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি মানুষের বাসা বাড়িতে পর্যন্ত বিতরণ করা হয় মূল্য ছাড়ের লিফলেট।
আরো পড়ুন:
- মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিতে পাইলট প্রজেক্ট শুরু
- বিশ্ব পানি দিবস: সগৌরবে এক যুগ পার করল ‘প্রবাহ’
- ভিসার মেয়াদ পেরোনো প্রবাসীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বড় বড় চেইন শপ, সুপার মার্কেট থেকে শুরু করে ছোট ছোট দোকানে রমজানকে কেন্দ্র করে চলে জমজমাট বেচাকেনা। অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দেওয়া হয় পছন্দের জিনিসপত্র। এসব দেশে যেখানে রমজানে ৪০/৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়, তখন দেশের বাজারে অস্থিরতা দেখে চিন্তিত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
মোহাম্মদ আশরাফুল রিয়াদ বলেন, গত বছর থেকে মহামারি করোনার কারণে দেশে ও প্রবাসে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। কষ্টে দিন কাটছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ। এখন সরকারের উচিত পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো।
আরেক প্রবাসী মোহাম্মদ বশির বলেন, কুয়েতসহ আরব দেশগুলো খাবারের ব্যাপারে খুব সচেতন ও সর্তক। প্রতিনিয়ত মাননিয়ন্ত্রণ সংস্থার লোকেরা খাদ্যের মান পরীক্ষা করে, দাম যাচাই করে। কোনো ধরনের অনিয়ম দেখলেই জরিমানা অথবা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। আমাদের দেশে যে যার ইচ্ছে মতো দামে বিক্রি করে। ম্যাজিস্ট্রেট এলে দাম কমিয়ে দেয়, চলে গেলে আবার আগের মতোই বিক্রি শুরু করে। আমাদের দেশে আইনের প্রয়োগ করতে হবে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তবেই ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে মানুষ।
কুয়েত প্রবাসী আব্দুস সাত্তার বলেন, রমজান মাস আসলে কুয়েত, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে। আর আমাদের দেশে উল্টো রমজান আসার আগেই দাম চড়া হয়। প্রবাসীদের বেতন তো বাড়েনি, এমনিতেই পরিবারের সব খরচ চালাতে আমাদের হিমশিম খেতে হয়। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে কষ্টটা দ্বিগুণ হয়। আরব দেশগুলো থেকে শিক্ষা নিয়ে ব্যবসা করা উচিত বাংলাদেশের ব্যবসায়ীদের।
প্রবাসীরা মনে করেন, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় যদি নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করে তাহলে দেশের বাজার স্বাভাবিক থাকবে। এ ব্যাপারে সরকারের জোরালো পদক্ষেপ চান তারা।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
১৫ এপ্রিল বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু করতে যাচ্ছে কতৃপক্ষ। শনিবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।
আগামী ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।
এবার কার্যক্রমটি কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে।
প্রাক নির্বাচনী পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষার গণিত , পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের প্রথম ২৪০০০ জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে । এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।
৩১ মে ২০২১ | শিফট ১ | ক ও খ গ্রুপ | সকাল ১০ টা থেকে ১১ টা |
শিফট ২ | ক ও খ গ্রুপ | বিকাল ৩ টা থেকে ৪ টা | |
০১ জুন ২০২১ | শিফট ৩ | ক ও খ গ্রুপ | সকাল ১০ টা থেকে ১১ টা |
শিফট ৪ | ক ও খ গ্রুপ | বিকাল ৩ টা থেকে ৪ টা |
চুড়ান্ত ভর্তি পরীক্ষা
প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রথম ৬০০০ জন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । মূল ভর্তি পরীক্ষায় কোন এমসিকিউ প্রশ্ন থাকবে না এবং সকল প্রশ্ন প্রচলিত লিখিত পদ্ধতিতে হবে ।
১০ জুন ২০২১ | মডিউল A | ক ও খ গ্রুপ | গণিত, পদার্থ ও রসায়ন | সকাল ১০ টা থেকে ১২ টা |
মডিউল B | খ গ্রুপ | মুক্তহস্ত অংকন এবং দৃষ্টিশক্তি ও ধীশক্তি যাচািই | বিকাল ২ টা থেকে ৩.৩০ টা |
ইউনিট পরিচিতি
গ্রুপ | বিভাগ | আবেদন ফি |
ক | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ১০০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন) |
খ | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | ১২০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন) |
আবেদনের নূন্যতম যোগ্যতা
- এসএসসি: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/ কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
- এইচএসসি: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/ মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে মােট ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
- তবে আবেদনকারীদের ভিতর থেকে প্রথম ২৪০০০+ জন কে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।