28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিতে পাইলট প্রজেক্ট শুরু

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট

কমিউনিটি নিউজ প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিতে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। এর ফলে এখন থেকে মালয়েশিয়ায় বসবসা করা বাংলাদেশিদের পাসপোর্ট সেবা শতভাগ নিশ্চিত হবে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) এ প্রজেক্টের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, চলমান বিধিনিষেধের মধ্যেই পাসপোর্ট কার্যক্রম সময়োপযোগী করতে ডিজিটালাইজেশন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশটির সরকার আরোপিত বিধিনিষেধের কারণে প্রবাসীদের হয়রানি ও যাতায়াতের ঝামেলা এড়াতে এ উদ্যোগ গ্রহণ করেছে হাইকমিশন।

আরও পড়ুন: ইউরোপসহ ১২ দেশের যাত্রী বাংলাদেশে আসতে নিষেধাজ্ঞা

প্রথম ধাপে মালয়েশিয়ার জহুর বারু, পিনাং ইপো, মুয়ার, কুচিং ও তেরেঙ্গানুতে এ পাইলট প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, পরবর্তীতে ধাপে ধাপে সবাহ ও সারাওয়াকসহ বিভিন্ন প্রদেশে এ কার্যক্রম চালু করা হবে। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে অবস্থিত পোস্ট অফিসগুলোয় প্রবাসীরা পাসপোর্ট নবায়ন করাসহ যেকোনো তথ্য সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী এ অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার খোরশেদ এ খাস্তগির, পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান কাউন্সিলর মো. মশিউর রহমান তালুকদার বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ও শ্রম কাউন্সিলর (২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, কূটনৈতিক শাখার কাউন্সিলর (রাজনৈতিক) তাহমিনা ইয়াছমিন, কাউন্সিলর কন্স্যুলার মো. মাসুদ হোসেইন, কাউন্সিলর (বাণিজ্য) মো. রাজিবুল আহসান, শ্রম শাখার প্রথম সচিব ফরিদ আহমদসহ অনেকে।

উল্লেখ্যে এর আগে গত ১০ মার্চ প্রবাসী বাংলাদেশিদের সেবা দেয়ার লক্ষ্যে হাইকমিশন ‘বাংলা টাইগার ডিজিটাল’ এর ব্যানারে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। এ প্ল্যাটফর্মটি ব্যবহার করে সহজেই পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা।

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিতে পাইলট প্রজেক্ট শুরু শিরোনামের সংবাদটি ঢাকা পোস্ট থেকে নেয়া হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছেন ওই সংবাদ মাধ্যমের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির।

প্রসঙ্গত, বাংলাদেশের কয়েক লাখ মানুষ মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। দেশের রেমিটেন্স খাতে অনেক বড় অবদান রাখছেন তারা। এসব প্রবাসীদের জন্যে এমন সেবা খুবই সময় উপযোগী সিদ্ধান্ত। ভালো থাকুক বিশ্বের সব প্রবাসী।

আরও সংবাদ

আরব আমিরাতে ২৪ ঘণ্টায় তিন হাজার করোনা শনাক্ত, মৃত্যু ২

কমিউনিটি নিউজ

বাংলাদেশে বৈধ রিক্রুটিং এজেন্সি’র তালিকা প্রকাশ

কমিউনিটি নিউজ

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির নামের তালিকা প্রকাশ

কমিউনিটি নিউজ

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশিসহ ৪৩৯ জন অভিবাসী উদ্ধার

কমিউনিটি নিউজ

মে মাসেও প্রবাসীদের আয়ের রেকর্ড

কমিউনিটি নিউজ

কর্মস্থলে ফিরতে চান মালয়েশিয়া প্রবাসীরা

কমিউনিটি নিউজ