প্রবাস ডেস্ক, কমিউনিটি নিউজ: সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে সৌদিতে আছেন ৫৫ হাজার রোহিঙ্গা।
গতাকাল রোববার দুপুরে রাজধানীতে সৌদি সরকারের ফুড বাস্কেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এনিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে এমন ৫৫ হাজার জনের একটি তালিকা সৌদি বাংলাদেশকে দিয়েছে। যাদের সবার নতুন পাসপোর্ট কিংবা নবায়ন করা পাসপোর্ট দরকার। এসমস্যা সমাধানে বাংলাদেশ উচ্চ পর্যায়ের কমিটি বিষয়টি দেখছে।
তিনি জানান, বর্তমান সরকার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করছে।
বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে ৬ হাজার বাংলাদেশি প্রতিদিন নতুন ভিসা, রিনিউ ও বাতিলের কার্যক্রম করছেন।
৫৫ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সৌদি আরব থেকে ৫৫ হাজার সন্দেহভাজন রোহিঙ্গার কেউ যদি বাংলাদেশি হয়। তবে তাদের পাসপোর্ট রিনিউ করতে সরকার সহযোগিতা করবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিক যদি সৌদিতে রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে, তাদের পাসপোর্ট না থাকলে আমরা অবশ্যই তা দেব। আর রোহিঙ্গাদের মধ্যে যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছে তারা নবায়নের জন্য আবেদন করলে তা আমরা বিচার–বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব।
সৌদিতে অবস্থানরত বৈধ বাংলাদেশি নাগরিকরা যেনও কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য সৌদি সরকার সহায়তা করবে বলেও আশা করেন মন্ত্রী।