31 C
Dhaka
সেপ্টেম্বর ২২, ২০২১

দেশের একাধিক স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের একাধিক স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী  ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। নিম্নচাপটি ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‍অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও সিলেট বিভাগের ‍অনেক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ফজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলা ১০৬ মি.মি.।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় একাধিক জেলা ও চর এলাকার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এজন্য সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষীপুর ও চট্টগ্রাম এবং আশপাশের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

কমিউনিটিনিউজ/এমএইচ

আরও সংবাদ

আগামীকাল দেশের তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

আজ যেসব বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

আজ কয়েক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ